সোমবার, ১৬ জুন, ২০২৫, ঢাকা

মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৫, ০৭:৩৫ এএম

শেয়ার করুন:

মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত

টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মহাখালীস্থ ডিওএইচএস এ মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 

মঙ্গলবার (২০ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


সূত্র জানায়, মঙ্গলবার গাজীপুরের টিএনজেড গ্রুপের আটটি প্রতিষ্ঠানের অন্তত ৫০০ শ্রমিক রাজধানীর কাকরাইল মসজিদ মোড় অবরোধ করে বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে অবস্থান নেন। বিকেল ৩টার দিকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে শ্রম ভবন এলাকা থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র দিকে যাত্রা শুরু করলে পুলিশ মিছিলটি আটকে দেয়।

পরে শ্রমিকদের প্রতিনিধি ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে মালিকের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়। 

জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান বলেন, টিএনজেড গ্রুপের সম্পত্তি বিক্রি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।

টিএনজেড ফ্যাক্টরির বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের ৫ সিদ্ধান্ত: 


বিজ্ঞাপন


১। টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মহাখালীস্থ ডিওএইচএস এ মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি আগামী ৭ কর্ম দিবসের মধ্যে পরিশোধ করা হবে। 
২। শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট সকলের মধ্যে ঐকমত্য হওয়ায় শ্রম ভবনের ঘেরাও কর্মসূচি শ্রমিক নেতৃবৃন্দ প্রত্যাহার করবেন।
৩। টিএনজেড গ্রুপের মালিক বিদেশে থাকায় ইতোমধ্যে তাকে দেশে আনার জন্যে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 
৪। টিএনজেড এর পরিচালক বা ব্যবস্থাপনার সাথে জড়িতদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।
৫। টিএনজেড এর ডাইরেক্টর ফিনান্স শ্রমিকদের বকেয়া পরিশোধ না করা পর্যন্ত সরকারের হেফাজতে থাকবে।

এমআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর