সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্থলপথে তৈরি পোশাকসহ বাংলাদেশি বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা ভারতের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ১২:৩৫ এএম

শেয়ার করুন:

INDIA
স্থলপথে ভারতে যাবে না কোনো তৈরি পোশাক। ছবি: সংগৃহীত

স্থলপথে বাংলাদেশ থেকে সব ধরনের তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে ভারত। পাশাপাশি দেশটির আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে ল্যান্ড কাস্টমস স্টেশন (এলসিএস)/ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ফল এবং ফলের স্বাদযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য ইত্যাদি রফতানি করা যাবে না। পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ী শুল্কস্টেশনের জন্যও এটি প্রযোজ্য হবে।

শনিবার (১৭ মে) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আদেশে বলা হয়েছে, ভারতের বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রফতানির ক্ষেত্রে এ বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

তবে নবসেবা ও কলকাতা সমুদ্রবন্দর ব্যবহার করে ভারতের আমদানিকারকেরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবেন। এছাড়া মাছ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), ভোজ্যতেল ও ভাঙা পাথর নিষেধাজ্ঞার আওতায় রাখেনি দেশটি।

আরও পড়ুন

কাদের পুশ-ইন করছে ভারত, কেন মানা হচ্ছে না আইন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভারতের উদ্বেগ

এর আগে গত এপ্রিল মাসে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে নিজ দেশের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করে ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) এ সুবিধা বাতিল করে আদেশ জারি করে।


বিজ্ঞাপন


এরপর ১৫ এপ্রিল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থলপথে ভারত থেকে সুতা আমদানি নিষিদ্ধ করে। এবার স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে ভারতীয় আমদানিকারকদের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতের ঘনিষ্ঠভাজন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশটির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। এসব বাণিজ্য নিষেধাজ্ঞা সম্পর্কের টানাপোড়েনের কারণেই দেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। 

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর