বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

সয়াবিনের সঙ্গে সরিষার তেল কিনতে বাধ্য করছেন ডিলাররা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ০২:১১ পিএম

শেয়ার করুন:

সয়াবিনের সঙ্গে সরিষার তেল কিনতে বাধ্য করছেন ডিলাররা!
তেলে বাজারে ডিলারদের কারসাজি চলছেই। ছবি: সংগৃহীত

বেশ কয়েক দিন ধরেই বাজারে সংকট চলছে সয়াবিন তেলের। সরকারের নজরদারি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কোনো কিছুই বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক করতে পারছে না। এই সংকটের জন্য ডিলারদের কারসাজিকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। দোকানিরা বলছেন, বেশি দামে তেল কিনতে বাধ্য করছেন ডিলাররা। না হলে দুই কার্টন সয়াবিন তেল কিনলে এর সঙ্গে এক কার্টন সরিষার তেল কিনতে বাধ্য করছেন তারা।

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দোকানিদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে এই তথ্য।


বিজ্ঞাপন


কারওয়ান বাজারের এক মুদি দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বেশি দামে তেল কিনতে বাধ্য। না হলে দুই কার্টন সয়াবিন তেলের বিপরীতে এক কার্টন সরিষার বেশি দামে কিনতে বাধ্য করা হচ্ছে। সরিষার তেল না নিলে আমাদের সয়াবিন তেল দেওয়া হয় না।

এই দোকানি জানান, আরেক কোম্পানি নিয়ম করেছে, প্রতি কার্টন তেল নিতে হলে বাধ্যতামূলক ওই কোম্পানির ভিমবারও নিতে হয়। তা হলে তেল দেবে না।

আরও পড়ুন

‘কৃত্রিম সংকটে’ সয়াবিন তেলে নৈরাজ্য

নিম্ন ও মধ্যবিত্তের ইফতার-সাহরিতে ‘কাটছাঁট’

একটি পণ্য নিতে হলে বাধ্যতামূলক অন্য পণ্য কেন নিতে হবে- এই প্রশ্ন করা হলে তিনি বলেন, আগে তারা সয়াবিন তেলে অতিরিক্ত দাম নিতে পারত। কিন্তু বর্তমান বাজারে ভোক্তা অধিকারের অভিযান বৃদ্ধি পাওয়ায় ডিলাররা এই ভিন্ন পন্থা অবলম্বন করেছে। এতে করে ভোক্তা অধিকারের কর্মকর্তা এসে শুধু সয়াবিন তেলের চালান দেখলেও কোনো অনিয়ম তাদের চোখে পড়ছে না। কিন্তু চোখের আড়ালে অনিয়ম হচ্ছে। আমার দোকানিরা জিম্মি হয়ে যাচ্ছি।


বিজ্ঞাপন


দোকানির সঙ্গে যখন কথা হচ্ছিল তখন এক ডিলার এসে দোকানিকে জানান, খুচরা মূল্যে তেল কিনতে হবে। তাহলে পাঁচ লিটারের তেলে বোতল দেওয়া হবে। দোকানি বেশি দামে তেল কিনতে অসম্মতি জানালে ডিলার চলে যায়।

এবিষয়ে জানতে কয়েকজন তেলের ডিলারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ কথা বলতে রাজি হননি।

বর্তমানে বাজারে বোতলজাত ভোজ্যতেলের দাম লিটার প্রতি ১৭৫ টাকা এবং পাঁচ লিটারের একটি বোতল বিক্রি হচ্ছে ৮৫০ টাকা।

এমএইচএইচ/জেবি

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর