বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস দিলো এডিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস দিলো এডিবি

২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৩.৯ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি বাড়বে ৫.১ শতাংশে। একইসঙ্গে মূল্যস্ফীতির হার ৯.৭ শতাংশ থেকে বেড়ে ১০.২ শতাংশে পৌঁছাতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (০৯ এপ্রিল) ঢাকায় এডিবির কান্ট্রি অফিসে এক সংবাদ সম্মেলনে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) ২০২৫’ প্রকাশ উপলক্ষ্যে এই পূর্বাভাস তুলে ধরা হয়। 


বিজ্ঞাপন


সংস্থাটি জানায়, পাইকারি বাজারে প্রতিযোগিতার অভাব, বাজার সংক্রান্ত তথ্যের ঘাটতি, সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা ও টাকার অবমূল্যায়নের কারণে মূল্যস্ফীতি বাড়বে। তবে বাণিজ্য ঘাটতি হ্রাস ও রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় চলতি হিসাবের ঘাটতি জিডিপির ১.৪ শতাংশ থেকে কমে ০.৯ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন-

জুনের মধ্যে বাংলাদেশের মূল্যস্ফীতি ৮.৫ শতাংশে নামার পূর্বাভাস আইএমএফের

চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও অস্থিরতা বিবেচনায় তারা পূর্ববর্তী পূর্বাভাস সংশোধন করেছে। তবে আশাবাদ ব্যক্ত করে সংস্থাটি বলেছে, আগামী অর্থবছরে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তৈরি পোশাক খাতে রপ্তানি বাড়লেও রাজনৈতিক উত্তরণ, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, শিল্প খাতে অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে অভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে, যা প্রবৃদ্ধির গতি কমিয়েছে। ২০২৪ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ছিল ৪.২ শতাংশ। এর আগে ২০২৪ অর্থবছরে এই প্রবৃদ্ধি ছিল ৪.২ শতাংশ।


বিজ্ঞাপন


বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিওং বলেন, বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। কাঠামোগত সংস্কার বাস্তবায়নের মাধ্যমে এই স্থিতিশীলতা আরও শক্তিশালী করা সম্ভব।

তিনি বলেন, বেসরকারি খাতের বিকাশ এবং তৈরি পোশাক খাতের বাইরে অর্থনীতিকে বৈচিত্র্যময় করাও প্রয়োজন। এ জন্য অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা, সুশাসন নিশ্চিতকরণ এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণ জরুরি। এসব পদক্ষেপ কর্মসংস্থান সৃষ্টি ও প্রতিযোগিতা বাড়াতে সহায়ক হবে।

এমআর/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর