মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা, ২ ঘণ্টা লেনদেন হবে আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০৭:৩৬ এএম

শেয়ার করুন:

loading/img

ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের সুবিধার্থে আজ শুক্রবার (২৮ মার্চ) রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক খোলা থাকবে। ব্যাংকগুলো হলো— সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) গত বৃহস্পতিবার (২৭ মার্চ) এক সার্কুলারে এই নির্দেশনা দিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ঈদের আগে শিক্ষকদের বেতন-ভাতা উত্তোলনের সুবিধার্থে আজ সীমিত সময়ের জন্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে।


বিজ্ঞাপন


ব্যাংকগুলো সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন করবে। তবে অফিসের আনুষঙ্গিক কাজ চলবে বিকেল ৩টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদা নামাজের বিরতি থাকবে।

এছাড়া, ছুটির দিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেছে। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

সম্প্রতি, কেন্দ্রীয় ব্যাংক আরেকটি নির্দেশনা দিয়েছে, যেখানে বলা হয়েছে—ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিনেও তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ এবং রফতানি বিল বিক্রির সুবিধার্থে ২ দিন সীমিত পরিসরে তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। এসব শাখা আজ শুক্রবার (২৮ মার্চ) ও শনিবার (২৯ মার্চ) খোলা থাকবে।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর