মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঘনিয়ে আসছে ঈদ, ছুটির দিনে নিউমার্কেটে ক্রেতাদের ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

পবিত্র ঈদুল ফিতর যত ঘনিয়ে আসছে, ততই ক্রেতাদের ভিড় বাড়ছে নিউমার্কেট ও আশপাশের মার্কেটগুলোতে। সাপ্তাহিক ছুটির দিনসহ অন্যান্য দিনেও ক্রেতাদের চাপের পাশাপাশি ঈদ উপলক্ষে কেনাকাটার জন্য মানুষের উপস্থিতি চোখে পড়ছে। অনেকেই নিজের পছন্দ এবং বাজেট অনুযায়ী বিভিন্ন ধরনের পোশাক, উপহার সামগ্রী কিনে যাচ্ছেন।

বুধবার (২৬ মার্চ) সকালে রাজধানীর নিউমার্কেটে এমন চিত্র দেখা গেছে। 


বিজ্ঞাপন


নিউমার্কেটের ব্যবসায়ীরা জানান, সকাল থেকে কেনাকাটার পরিমাণ বেড়ে গেছে। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের সংখ্যা আরও বাড়ছে। ক্রেতাদের অধিকাংশই ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কিনছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল ১০টা থেকেই নিউমার্কেটের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় শুরু হয়েছে। অনেকে দাম মেলানোর পর পছন্দের পোশাক কিনে নিচ্ছেন। ব্যবসায়ীরা জানান, ছুটির দিন ও ঈদ আসার কারণে এখন ক্রেতাদের মধ্যে কেনাকাটার তাড়াও রয়েছে।

নিউমার্কেটের ব্যবসায়ী আব্দুল্লাহ ফারুক ঢাকা মেইলকে বলেন, ‘আজ সকাল থেকে ক্রেতাদের ভিড় শুরু হয়েছে। ঈদ কাছে আসার পাশাপাশি ছুটির দিনও রয়েছে, তাই বিক্রি ভালো হচ্ছে।’ 

আরেক ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, তার দোকানে শাড়ি, থ্রিপিস, বাচ্চাদের পোশাক, পাঞ্জাবি, পায়জামা এবং টি-শার্টসহ বিভিন্ন ধরনের পোশাক রাখা হয়েছে, যাতে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করতে পারেন।


বিজ্ঞাপন


ঢাকার আজিমপুর থেকে নিউমার্কেটে কেনাকাটা করতে আসা ব্যাংক কর্মকর্তা আয়েশা বেগম বলেন, ‘অফিস থেকে ছুটি পেয়েছি, আগামীকাল গ্রামের বাড়িতে ঈদ করতে যাবো। আজকে পরিবারসহ ঈদের কেনাকাটা করতে এসেছি।’

যাত্রাবাড়ী থেকে আসা সাজিদুল ইসলাম বলেন, ‘নিউমার্কেট আমার পছন্দের কেনাকাটা স্থান। এখানে দর-দাম করে কেনাকাটা করা যায়। ঈদের জন্য আগে কিছু কিনেছিলাম, আজকে বাকি সদস্যদের জন্য কেনাকাটা করছি।’

ঈদে কেনাকাটার জন্য নিউমার্কেট এখন জমজমাট, এবং ক্রেতারা বিভিন্ন দামে পছন্দের পোশাক নির্বাচন করছেন।

এসএইচ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর