সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফুডিতে বাহারি খাবার প্রতি গ্রাম ৯৯ পয়সায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

ফুডিতে বাহারি খাবার প্রতি গ্রাম ৯৯ পয়সায়

ফুডি বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে চলছে ১০ দিনব্যাপী ‘ফুডি ইফতার ও সাহরি ফেস্ট’। এতে অংশ নিয়েছে দেশের ৩০টি জনপ্রিয় খাবারের আউটলেট। মেলার অন্যতম আকর্ষণ হলো মুখরোচক ও লোভনীয় সব খাবার মাত্র ৯৯ পয়সা প্রতি গ্রাম কেনা যাচ্ছে সালাদ লাইকার স্টলে।

এই স্টলটিতে মিলছে রাশিয়ান সালাদ, রেড পাস্তা, ম্যাক্সিকান চাওমিন, টুনা পাস্তা, কোরিয়ান চিকেন, ছয়াবলসহ ২৪টি আইটেম। এসব খাবার যতটুকু প্রয়োজন ততটুকুই কিনতে পারবেন ক্রেতারা। স্টলের নিজস্ব প্যাকেটে নিজে তুলে নিয়েই ওজন করে বিল পরিশোধ করতে পারছেন ক্রেতারা।


বিজ্ঞাপন


সালাদ লাইকারের কর্মীদের একজন ঢাকা মেইলকে বলেন, আমাদের এখানে ২৪টি খাবারের আইটেম আছে। ক্রেতারা নিজেরা এসেই যার যে আইটেম যতটুকু প্রয়োজন নিতে পারছেন। এছাড়া ফুডির মাধ্যমে অনলাইনেও অর্ডার করা যাচ্ছে।

আরও পড়ুন-

ফুডির ইফতার ও সাহরি ফেস্টে এক ছাদের নিচে লাচ্ছি থেকে কাচ্চি

ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান ফুডি বাংলাদেশ। এটি ডেলিভারিভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি খাদ্যবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান। অনলাইনভিত্তিক খাবার সরবরাহকারী এই প্ল্যাটফর্ম শিক্ষিত তরুণদের দক্ষ কর্মীতে পরিণত করার ব্যাপারে প্রত্যয়ী।

ফুডি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি তারা সর্বোত্তম সেবা প্রদান এবং নতুন নতুন উদ্ভাবনে বদ্ধপরিকর।


বিজ্ঞাপন


টিএই/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর