বেসরকারি খাতের সিটি ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় নতুন দুই নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে হোলসেল ব্যাংক প্রধান পদে মেসবাউল আসীফ সিদ্দিকী ও কর্পোরেট ব্যাংকিং প্রধান পদে মোহাম্মদ মাহমুদ গনি নিয়োগ পেয়েছেন। শনিবার (২২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মেসবাউল আসীফ সিদ্দিকী ১৯৯৯ সালে ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি কমার্শিয়াল ব্যাংক অফ সিলন ও এইচএসবিসিতে দীর্ঘদিন কাজ করেন। ২০১৫ সালে তিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে সিটি ব্যাংকে যোগ দেন। গত চার বছর তিনি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সিটি ব্যাংককে শীর্ষ টেকসই ব্যাংক হিসেবে স্বীকৃতি পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতিসংঘের নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্সে সিটি ব্যাংককে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও তার অবদান রয়েছে। হোলসেল ব্যাংক প্রধান হিসেবে কর্পোরেট ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট, স্ট্রাকচার্ড ফাইন্যান্স ও অফশোর ব্যাংকিং ব্যবসার দায়িত্ব তিনি সামলাবেন।
বিজ্ঞাপন
আর মোহাম্মদ মাহমুদ গনি ২০০১ সালে সিটি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দেন। ২০০৭ সালে তিনি ব্যাংকের ট্রান্সফরমেশন প্রজেক্ট টিমে ছিলেন ও কর্পোরেট ব্যাংকিং পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১৭ সালে তিনি কমার্শিয়াল ব্যাংকিং প্রধান হিসেবে সিটি ব্যাংকে ফিরে আসেন। তার নেতৃত্বে ব্যাংকের বৈদেশিক বাণিজ্য ও কমার্শিয়াল ব্যাংকিং উল্লেখযোগ্যভাবে প্রসার লাভ করেছে।
মেসবাউল আসীফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এমবিএ ও বিআইবিএম থেকে এমবিএম সম্পন্ন করেছেন। মাহমুদ গনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ সম্পন্ন করেছেন।
টিএই/এফএ