রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

পোশাক রফতানি প্রবৃদ্ধি পৌঁছাল দুই অঙ্কের ঘরে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

দেশে গত বছর ছাত্র-জনতার আন্দোলন পরিস্থিতির পরও ইতিবাচক ধারায় পোশাক রফতানি আয়। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে বিশ্বের প্রধান বাজারগুলোতে বাংলাদেশের রফতানি প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে পৌঁছেছে। ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদার ফলে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি বিশ্বব্যাপী ১০.৬৪ শতাংশ বেড়ে ২৬.৭৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পোশাক রফতানির সবচেয়ে বড় বাজার হিসেবে ৫০.১০ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে, যেখানে মোট রফতানি ১৩.৪২ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রে রফতানি ৫.০৬ বিলিয়ন ডলার, যা মোট রফতানির ১৮.৯১ শতাংশ। কানাডায় রফতানি হয়েছে ৮৪৫ মিলিয়ন ডলার, যা ৩.১৬ শতাংশ শেয়ার দখল করেছে।


বিজ্ঞাপন


এছাড়া যুক্তরাজ্যও গুরুত্বপূর্ণ বাজার হিসেবে রয়েছে, যেখানে রফতানি ২.৯৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা মোট রফতানির ১০.৯৪ শতাংশ। প্রবৃদ্ধির দিক থেকে ইইউতে পোশাক রফতানি আগের বছরের তুলনায় ১১.৫৩ শতাংশ বেড়েছে, যুক্তরাষ্ট্রে ১৬.৩৮ শতাংশ এবং কানাডায় ১৪.১২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে যুক্তরাজ্যে প্রবৃদ্ধির হার তুলনামূলক কম ৩.৭৪ শতাংশ।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার; যেখানে ৩.৩৮ বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে। এছাড়া স্পেনে ২.৩৫ বিলিয়ন, ফ্রান্সে ১.৪৩ বিলিয়ন, ইতালিতে ১.০৫ বিলিয়ন, পোল্যান্ডে ১.১৩ বিলিয়ন এবং নেদারল্যান্ডসে ১.৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে।

বিগত বছরের তুলনায় জার্মানিতে রফতানি ১১.০৩ শতাংশ, নেদারল্যান্ডসে ২৫.০৬ শতাংশ, পোল্যান্ডে ১২.০৬ শতাংশ, ডেনমার্কে ১৪.৫৮ শতাংশ এবং সুইডেনে ২১.১২ শতাংশ বেড়েছে।

টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর