শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিজিএমইএ নির্বাচন ২৮ মে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ মে সংগঠনটির ৩৫টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৮ মার্চ) বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন উপলক্ষে সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধের সর্বশেষ তারিখ ২৯ মার্চ। ভোটার নমিনেশন দাখিলের সর্বশেষ তারিখ ৬ এপ্রিল। পরিচালক পদের প্রার্থীরা ২৪ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ৬ মে।

বিজিএমইএ-এর সম্মানিত সদস্যগণকে নির্বাচন ২০২৫-২০২৭ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নির্বাচনী বোর্ডের সচিব (পরিচালক, তথ্য, রপ্তানি উন্নয়ন ব্যুরো) মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিজিএমইএসহ বিভিন্ন ট্রেড বডি ভেঙে দেয় এবং সেখানে প্রশাসক বসায়।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub