সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রোজায় যৌক্তিকভাবেই কিছু পণ্যের দাম বেড়েছে: ভোক্তার ডিজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

রোজায় যৌক্তিকভাবেই কিছু পণ্যের দাম বেড়েছে: ভোক্তার ডিজি
কারওয়ানবাজারে ভোক্তা অধিদফতরের অভিযান। ছবি: সংগৃহীত

রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে তা মানতে নারাজ ভোক্তা অধিদফতরের মহাপরিচালক-ডিজি মোহাম্মদ আলীম আখতার খান। তিনি দাবি করেন, দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে। রমজানে যৌক্তিকভাবে কিছু পণ্যের দাম বেড়েছে। কিছু কিছু ভোক্তা প্রয়োজনের বেশি কেনাকাটা করেন। যার কারণে বাজারে পণ্যের ঘাটতি দেখা দেয়।

রোববার (২ মার্চ) দুপুরে কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার-সংরক্ষণ অধিদফতর। রমজানের শুরুর দিনের এই অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির প্রধান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।


বিজ্ঞাপন


মোহাম্মদ আলীম আখতার খান দাবি করেন, রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে আছে। তিনি জানান, রমজানে কিছু পণ্যের দাম যৌক্তিকভাবে বাড়বেই। অনেক সবজি অফ সিজনে দাম এমনিতেই বেড়ে যায়।

তিনি ফুলকপির প্রসঙ্গ টেনে বলেন, রমজান মাসে অনেকে ফুলকপির চপ খান। এভাবে নানা কারণে বিভিন্ন পণ্যের চাহিদা বেড়ে যায়। ফলে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন

‘বেশির ভাগ জিনিসপত্রের দাম গত বছরের তুলনায় সহনীয় পর্যায়ে’

সাত দিনের মধ্যে খেজুরসহ সব জিনিসপত্রের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা

ভোজ্যতেল সয়াবিন সংকট ও সিন্ডিকেট সম্পর্কে তিনি বলেন, আমরা তদারকি করেছি। বেশ কিছু দোকানে খবর নিয়েছি, তেল নেই। আমরা আজকেই তদন্ত টিম গঠন করব। ব্যবসায়ী ও সরবরাহকারী প্রতিষ্ঠানেও অনুসন্ধান করা হবে।


বিজ্ঞাপন


বিক্রেতারা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না- এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারির মধ্যে তেল কোম্পানিগুলো তেল সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিলেও সেই কথা তারা রাখেনি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ তদন্ত কমিটি গঠন করবে ভোক্তা অধিদফতর। তবে এর প্রতিবেদন পেতে অন্তত ১৫ দিন সময় লাগবে।

অভিযানে উপস্থিত ছিলেন- অধিদফতরের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতর, সংস্থার প্রতিনিধিরা।

এমআর/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর