মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাত দিনের মধ্যে খেজুরসহ সব জিনিসপত্রের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ০১:৩০ এএম

শেয়ার করুন:

সাত দিনের মধ্যে খেজুরসহ সব জিনিসপত্রের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা

রমজান উপলক্ষে বাজারে তেল, খেজুর, ছোলাসহ যে সব পণ্যের সমস্যা রয়েছে, আগামী সাত দিনের মধ্যে এর সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কথা জানান। 


বিজ্ঞাপন


শেখ বশিরউদ্দীন বলেন, এবারের রমজানে বাজারে কোনো খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। সাত দিনের মধ্যে খেজুরসহ সব জিনিসপত্রের দাম কমে আসবে।

তিনি বলেন, এবারের রমজানে সবকিছুই মজুদ রয়েছে। আশা করি বাজারকেন্দ্রিক কোনো সমস্যা হবে না। 

এসময় তিনি ট্যানারি মালিকদের পরিবেশ দূষণ থেকে রক্ষায় সবধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেন।

এসময় শিল্প মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর