ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, বর্তমানে ব্যাংক ঋণের উচ্চ সুদ হার স্থানীয় শিল্পায়নকে বড় বাধায় পরিণত হচ্ছে। তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি চ্যালেঞ্জিং হওয়ায় উদ্যোক্তারা প্রতিযোগিতায় টিকে থাকতে ক্রমেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। একই সঙ্গে কর ও ভ্যাট ব্যবস্থার জটিলতার কারণে ব্যবসায়ীরা আরও সমস্যায় পড়ছেন। বিশেষ করে, কর ও ভ্যাটের নিয়মিত পরিবর্তন, অগ্রিম আয়কর এবং অতিরিক্ত রেগুলেটরি ডিউটির কারণে বেসরকারিখাতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার গুলশানে ডিসিসিআই’র আয়োজনে ‘আয়কর, ভ্যাট, শুল্ক, যানজট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চেম্বারের সভাপতি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং যানজটের অবনতি বাণিজ্য ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করছে না। ঋণপত্র খোলার জটিলতা, এসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির পদ্ধতিগত প্রতিবন্ধকতা এবং উচ্চ সুদ হার স্থানীয় শিল্পায়নের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, দেশের অর্থনীতির উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ এবং কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. সাইয়েদুল ইসলাম বলেন, কোভিড মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, যার ফলে ডলারের মূল্য ওঠানামা করছে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ডলারের মূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে এবং দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা আনার জন্য সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এনবিআরের প্রথম সচিব মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং, তবে ব্যবসায়ীদের সহায়তা কামনা করেন। তিনি জানান, স্বর্ণ ব্যবসায়ীদের নিবন্ধনের উদ্যোগ এবং প্রান্তিক পর্যায়ে কর জাল বিস্তারের লক্ষ্যে কাজ চলছে। তিনি আরও বলেন, রাজস্ব আহরণ বাড়াতে স্বচ্ছ এবং অটোমেটেড ব্যবস্থাপনা প্রয়োজন।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদ বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর জনগণের আস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করছে। তিনি ব্যবসায়ীদের চাঁদাবাজি, হয়রানি ও ফুটপাত দখল মুক্ত করতে পুলিশকে সহায়তার আহ্বান জানান।
মুক্ত আলোচনায় গুলশান ১নং ডিএনসিসি দক্ষিণ পাঁকা মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. আবু তাহের জানান, এলসি খোলার প্রক্রিয়া দীর্ঘ সময় নিয়ে থাকে, এতে ব্যবসায়ীদের মূলধন স্বল্পতা দেখা দিচ্ছে। মহাখালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ আলম স্বপন বলেন, ভ্যাট হার বৃদ্ধি ও ট্রেড লাইসেন্স নবায়নের উচ্চ ফি ব্যবসায়ীদের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
টিএই/এইউ