সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১২ পিএম

শেয়ার করুন:

সয়াবিন তেলের নতুন দাম কার্যকর কাল

নতুন করে আবার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম কমানোর কথা জানাল সরকার। দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।


বিজ্ঞাপন


বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি, তেল আমদানি করতে হয়। সেটা নানা হিসাব করে মূল্য নির্ধারণ করা হয়। সয়াবিন তেলের দাম পাঁচ টাকা ও পাম তেলের দাম চার টাকা কমে যাবে আজ থেকে।

>> আরও পড়ুন:
৩ কোটি ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার
খোলা সয়াবিন তেল নাই, আবার আছে

নতুন দর নির্ধারণের ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেল কিনতে খরচ হবে ১৬৯ টাকা, যা এতদিন ছিল ১৭৪ টাকা।

মন্ত্রী জানান, খোলা সয়াবিন এক লিটার বিক্রি হবে ১৪৯ টাকায়, যা এতদিন ছিল ১৫৪ টাকা। পাম তেল লিটারে চার টাকা কমে বিক্রি হবে ১২৪ টাকায়।

তিনি আরও জানান, খোলা চিনি প্রতি কেজি ১২০ ও প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা কেজিতে বিক্রি হবে।


বিজ্ঞাপন


বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর