মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াবদা লাঙ্গলবাধ সড়কে মোহাম্মাদ নজরুল ইসলাম (৩৫) নামের এক ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত নজরুল আমলসার গ্রামের মালেক লস্করের ছেলে।
বিজ্ঞাপন
রোববার (১১ জুন) রাতে আমলসা গ্রামের মান্দারতলা এলাকায় সড়ক দুর্ঘটনায়
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে তিন বন্ধু লাঙ্গলবাঁধ বাজার থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। তারা মান্দারতলা পৌঁছালে ইজিবাইকে থাকা যাত্রী মোহাম্মদ নজরুল ইসলাম ছিটকে পড়ে গিয়ে রাস্তার পাশে থাকা নামফলকে আঘাত লাগে। এতে ইজিবাইকে থাকা নজরুল ইসলাম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শ্রীপুর থানার এসআই শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমলসার মান্দারতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের যাত্রী ছিটকে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই ইজিবাইকে যাত্রী ছিল তিনজন। তাদের মধ্যে মোহাম্মদ নজরুল ইসলাম ইজিবাইকের বামপাশে বসেছিলেন।
গতি সম্পন্ন ইজিবাইকের বামপাশের চাকা নিচু হয়ে যাওয়া তিনি ছিটকে পড়ে গিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করেন। তবে এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় ইজিবাইকটি আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস