সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাতক্ষীরা সীমান্ত থেকে আড়াই কোটি টাকার এলএসডিসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ মে ২০২৩, ০৮:৪৭ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরা সীমান্ত থেকে আড়াই কোটি টাকার এলএসডিসহ কারবারি গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের চার বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদকসহ সাহেব আলী নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মে) রাতে উপজেলার সীমান্ত গ্রাম কাঁদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার চোরাকারবারি সাহেব আলী (৪৫) কলারোয়া উপজেলার কাঁদপুর গ্রামের মৃত মান্দ্র মোড়লের পুত্র।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ভারত থেকে অবৈধ পথে কলারোয়া উপজেলার কাঁদপুর গ্রামের সাহেব আলীর বাড়িতে ভয়ঙ্কর মাদক এলএসডির একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজিব মন্ডল ও এসআই এসএম ইসমাইল হোসেনের নেতৃত্বে কলারোয়া থানার একটি অভিযানিক দল রাতে সেখানে অভিযান চালায়।

এসময় সাহেব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার বেডরুমের বিছানার নিচ থেকে ৫০ মিলি গ্রামের চার বোতল এলএসডি মাদক জব্দ করা হয়। এরপর সাহেব আলীকে গ্রেফতার করা হয়। জব্দ করা এলএসডি মাদকের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি ৪০ লাখ টাকা।

ওসি আরও বলেন, গ্রেফতার মাদক চোরাকারবারী সাহেব আলীর বিরুদ্ধে কলারোয়া থানা একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১৫।


বিজ্ঞাপন


শুক্রবার দুপুরে গ্রেফতার আসামিকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক মামলাসহ কলারোয়া থানায় ৬টি মামলা রয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর