রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

স্টেপ প্রকল্পের বকেয়া বেতনের দাবিতে নওগাঁয় মানববন্ধন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ মে ২০২৩, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন ৭৭৭ জন শিক্ষকের দীর্ঘ ৩৪ মাস বকেয়া বেতন-ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৪টায় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মানববন্ধনে সভাপতিত্ব করেন আশিকুর রহমান আশিক। এসময় বক্তব্য দেন শিক্ষার্থী জুলকার নাইম, সিজার, সিজান, শাহারিয়াসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।

বক্তারা কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের ইনস্টিটিউটের শিক্ষকরা দীর্ঘ ৩৪ মাস যাবৎ বেতন-ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর ও উদ্বিগ্ন অবস্থায় দিন অতিবাহিত করছেন। এতে করে সঠিকভাবে ক্লাস পরিচালনা হচ্ছে না। ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। তাই অনতিবিলম্বে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কাজটি দ্রুত সম্পন্ন করার ও বেতন-ভাতা পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর