মানিকগঞ্জ দৌলতপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে কৃষকের ইরিধানসহ বিদ্যুতের খুঁটি, ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। এছাড়াও ঝড়ে গাছপালা ভেঙে রাস্তায় পড়ার কারণে জেলা শহরের সঙ্গে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়ে মুহূর্তে মধ্যে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়। ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি। ঘণ্টাব্যাপী এই ঝড়ে পুরো উপজেলাকে লন্ডভন্ড করে দেয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ে কোনো নিহত বা আহতের ঘটনা ঘটেনি। তবে উপজেলার ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
তিনি বলেন, ঝড়ের কারণে রাস্তার উপরে গাছপালাসহ বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রাস্তায় পড়ে থাকা গাছপালা ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজ চলছে। আসা করছি অতি দ্রুত রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারবে।
প্রতিনিধি/এসএস