মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা পানপুঞ্জির চারটি পানজুমের ৩ সহস্রাধিক পানগাছ ও ৬০টি সুপারিগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। একটি চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
সোমবার (৮ মে) সকালের দিকে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ মে) দুপুরে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বেরাঙ্গা পানপুঞ্জিতে পানগাছ ও সুপারিগাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ক্ষতিগ্রস্ত খাসিয়াদের দাবি, পান ও সুপারি গাছ কাটায় তাদের প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগী অলমি খাসিয়া গতকাল সোমবার আল্লাদাত চা বাগানের ম্যানেজার সিরাজ উদ্দিন, পাহারাদার নূর উদ্দিন ও আব্দুস সামাদের নামোল্লেখ ও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে বড়লেখা থানায় লিখিত একটি অভিযোগ করেছেন।
এদিকে খাসিয়াদের পান ও সুপারি গাছ কাটার খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন ও উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা ইন্ডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মা ও প্রচার সম্পাদক পাইলট মারলিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিজ্ঞাপন
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা পানপুঞ্জিতে ব্রিটিশ আমল থেকে ৬০টি খাসিয়া পরিবারের প্রায় ৫০০ জন মানুষ বসবাস করেন। বংশ পরম্পরায় তারা পানজুম ও সুপারি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। গত সোমবার সকাল আনুমানিক ছয়টার দিকে আল্লাদাত চা বাগানের ম্যানেজার সিরাজ উদ্দিনের নেতৃত্বে বাগানের পাহারাদার নুর উদ্দিন ও আব্দুস সামাদসহ কয়েকজন লোক বেরেঙ্গা পানপুঞ্জির দক্ষিণ পাশের খাসিয়াদের লাগানো চারটি পানজুমের ৩ হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কেটে ফেলে। বিষয়টি দেখে খাসিয়ারা বাগানের লোকজনকে বাধা দিতে গেলে তারা তাদের ওপর হামলার চেষ্টা চালায়।
পুঞ্জির লোকজন বলেন, বাগানের লোকজন তাদের ৩ হাজার পানগাছ ও ৬০টি সুপারিগাছ কেটে ফেলেছে। তারা বিষয়টি দেখে বাধা দিতে গেলে বাগানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করে। যার কারণে প্রাণ ভয়ে তারা প্রতিবাদ করেননি। পরে পুঞ্জির লোকজন ছুটে এলে বাগানের লোকজন চলে যায়। এসময় তারা খসিয়াদের বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়িয়ে তাদের বেরেঙ্গা পানপুঞ্জি থেকে উচ্ছেদ করবে বলেও হুমকি দিয়েছে। এতে তারা আতঙ্কে রয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার বেলা দুইটায় আল্লাদাত চা বাগানের ম্যানেজার সিরাজ উদ্দিনের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান মঙ্গলবার দুপুরে বলেন, বেরাঙ্গা পানপুঞ্জিতে পানগাছ ও সুপারিগাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বেরেঙ্গা পানপুঞ্জির চারটি পানজুমের বেশ কিছু পানগাছ ও কয়েকটি সুপারি গাছ কে বা কারা কেটে ফেলেছে। ঘটনার সঙ্গে যাদের সম্পৃক্ততা মিলবে তাদের উপযুক্ত শাস্তি হোক।
প্রতিনিধি/এসএস