সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বান্দরবানে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মে ২০২৩, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পাহাড়ে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ মে) বিকেলে উপজেলার পাইংক্ষ্যংপাড়া এলাকা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, সকাল থেকে রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পাইংক্ষ্যংপাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তারা নিহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোয়াংছড়ি থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাইংক্ষ্যংপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর