সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল মরদেহ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মে ২০২৩, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল মরদেহ

জামালপুরের মাদারগঞ্জে ঝারকাটা নদীতে ভেসে উঠেছে দুই দিন আগে নিখোঁজ হওয়া গবি মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ।

সোমবার (৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের ভেলামারি এলাকার ঝারকাটা নদীতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক।

গুনারীতলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাখাওয়াত হোসেন সাজু বলেন, গবি মণ্ডল ভেলামারি এলাকার মৃত গফুর মণ্ডলের ছেলে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। খোজাখুঁজি করেও  তাকে পাওয়া যায়নি। আজ সকালে নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে কাছে গিয়ে দেখা যায় ভেসে উঠা মরদেহটি দুইদিন আগে নিখোঁজ হওয়া গবি মন্ডলের।

ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, খবর পাওয়ার পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো ধরনের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর