রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ০৮:০০ এএম

শেয়ার করুন:

loading/img

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আখতারুজ্জামান নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের নবীনগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি জানিয়েছেন।

আক্তারুজ্জামানের বাড়ি পার্বতীপুর উপজেলার ঝাউপাড়া গ্রামে। তিনি মৃত জাকিরুল ইসলামের ছেলে।

ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আখতারুজ্জামান মোটরসাইকেল নিয়ে নবাবগঞ্জ যাচ্ছিল। ৯ নম্বর কুশদহ ইউনিয়নের নবীনগঞ্জ বাজারের উত্তর দিকে পাঁকা রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় মরদেহ যথাযথ প্রক্রিয়া শেষ করে অভিভাবকদের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর