রাজবাড়ীর কালুখালীতে আকাশে মেঘ দেখে স্বামীকে ডাকতে গিয়ে হঠাৎ বজ্রপাতে আছমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যার আগে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের দক্ষিণ নগর বাথান গ্রামের বিলবারুয়া গড়াই নদীর চরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় ইউপি সদস্য মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আছমা বেগম দক্ষিণ নগর বাথান গ্রামের কৃষক নজরুল ইসলামের স্ত্রী।
প্রতিবেশী জামাল হোসেন জানান, বিকেলে নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বিলবারুয়া গড়াই নদীর চরের মাঠে গম কাটছিলেন কৃষক নজরুল ইসলাম। হঠাৎ আকাশে মেঘ দেখা দিলে তাকে ডাকতে মাঠে যান স্ত্রী আছমা বেগম। তিনি স্বামীর থেকে আনুমানিক ২০০ গজ দূরে থাকতেই আকাশে হঠাৎ বজ্রপাত হয়। বজ্রাঘাতে কান দিয়ে রক্ত বের হয়ে মাঠেই ওই নারীর মৃতু হয়। তখন তার স্বামী দৌড়ে এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ইউপি সদস্য মো. আক্তারুজ্জামান জানান, আকাশে মেঘ দেখে আছমা বেগম ভেবেছিলেন বৃষ্টি আসার আগেই স্বামীকে ডেকে নিরাপদে বাড়িতে নিয়ে আসবেন। অথচ তিনি নিজেই ফিরলেন লাশ হয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
টিবি