রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

রামগতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

রামগতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
ছবি: ঢাকা মেইল

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা ভোটগ্রহণ শুরু হয়ে থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।


বিজ্ঞাপন


কাজী হেকমত আলী জানান, আজ উপজেলার ৯ কেন্দ্রে ৫৩টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টার আগেই কেন্দ্রগুলোতে এসে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়া শুরু করেন ভোটাররা। এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আশা করা যাচ্ছে শেষ পর্যন্ত ঠিকভাবেই চলবে।

জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মুঠোফোনে ঢাকা মেইলকে জানান, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় তিনস্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছে।

এ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫ জন। এরা হলেন— আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের জাকির হোসেন চৌধুরী, দলের বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. কারিমুল মাওলা সাহেদ আলী মনু এবং তার স্ত্রী টেবিল ফ্যান প্রতীকের নাদিয়া সুলতানা মিলি, মোটরসাইকেল প্রতীকের মো. দেলোয়ার হোসেন, চশমা প্রতীকের মো. নুরুল ইসলাম।

ইউনিয়নের ৮টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩১ জন এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডের নারী সদস্য পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ৯ নম্বর ওয়ার্ডে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু নাছের। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৩৬১০ জন। এদের মধ্যে পুরুষ ১২১১১ এবং নারী ভোটার ১১৪৯৯ জন।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর