মাগুরায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার তানভির রহমান রাজু (৩৫) মাগুরার মহম্মদপুরের সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা আবুল হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ মার্চ) মহম্মদপুর থানায় মামলাটি করেন মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সস্পাদক মোছা. বেবী নাজনীন।
পুলিশ সূত্রে জানা গেছে, তানভির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেবী নাজনীনের বিরুদ্ধে মানহানিকর তথ্য-উপাত্ত উপস্থাপন করেছেন বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত তানভিরের বাবা আবুল হোসেন মোল্যা মহম্মদপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। রাজুর বড় ভাই মো. কামরুল হাসান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মামলার বাদী মোছা. বেবী নাজনীন বলেন, তানভির তার নিজের নামের ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘদিন ধরে মানহানিকর তথ্য-উপাত্ত উপস্থাপন করে আসছেন। বিষয়টি নিয়ে তাকে (তানভির) সামাজিক ও পারিবারিকভাবে নিষেধ করা হয়েছে। কিন্তু তাতে ব্যর্থ হয়ে মামলা করতে বাধ্য হয়েছি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস