ঝিনাইদহে নাতির হাতুড়ি পেটায় দাদি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ মার্চ) দিনগত রাত ৩টার দিকে হরিণাকুন্ড উপজলার বলরামপুর গ্রামের মাঠপাড়া এলাকায় নাতি মান্নানের (৩৫) হাতুড়ির আঘাতে দাদি রুশিয়া বেগম (৮৫) নিহত হয়।
এলাকাবাসী জানায়, চুয়াডাঙ্গা জেলার শীমনগর গ্রামের গনী বাবার মাজারে মুরিদ হওয়ার পর থেকে নাতি মান্নানের কিছুটা মানসিক সমস্যা দেখা দেয়। মাঝে মধ্যেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আবার ঠিকও হয়ে যায়। এক বছর যাবত তার মানসিক সমস্যার জন্য চিকিৎসা চলছে। প্রায়ই তিনি প্রতিবেশী ও পরিবারের লোকের উপরে আক্রমণাত্মক হয়ে ওঠে। গতরাতে তার আক্রমণ থেকে বাঁচবার জন্য পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেলেও বৃদ্ধা দাদি পালাতে পারেনি। নাতি মান্নান হাতুড়ি দিয়ে রুশিয়া বেগমকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল ইসলাম জানান, মানসিক ভারসাম্যহীনতার কারণে মান্নান এ ঘটনা ঘটিয়েছে এমনটি এখনই বলা যাচ্ছে না। তাকে আটক করা হয়েছে। তিনি বলরামপুর গ্রামের মনিরুদ্দীনের ছেলে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এইচই