ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের আঞ্চলিক সড়কে মিনি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক আশরাফুল কাজী (২৩) নিহত হয়েছেন।
মোটরসাইকেলের আরেক আরোহী আলফাডাঙ্গা উপজেলার বেজাডাঙ্গা গ্রামের আইয়ুব আলী (২৬) মারাত্মক আহত হন।
বিজ্ঞাপন
আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত আশরাফুল কাজী বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মৃত রবিউল কাজীর ছেলে।
জানা যায়, রোববার (১৯ ফেব্রুযারি) সকাল ১০টার দিকে আশরাফুল কাজী মোটরসাইকেল যোগে বোয়ালমারী যাওয়ার সময় বনচাকী মাজাহার খার বাড়ির সামনে মোড় ঘুরতে গিযে নিয়ন্ত্রণ হারিয়ে বোয়ালমারী থেকে ভাটিয়াপাড়া গামী (নরসিংদী -ম ১১-০২-২৩ নাম্বরের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলচালক আশরাফুল কাজী ঘটনাস্থলেই মারা যায়।
থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব বলেন, সড়ক দুর্ঘনায় মোটরসাইকেল ও কাভার ভ্যান জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস