বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুরের করা মামলায় জামাতাকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে যাওয়া ওই ব্যক্তির নাম আব্দুল ওহাব।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করে। এরপর শনিবার (২৮ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
দুপচাঁচিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আব্দুল বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল ওহাব উপজেলার খলিশ্বর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে ও একই এলাকার বাবুল হোসেনের জামাতা।
ওসি আবুল কালাম আজাদ আব্দুল জানান, উপজেলার খলিশ্বর গ্রামের বাবুল হোসেন ২০১৮ সালে তার জামাতা আব্দুল ওহাবের বিরুদ্ধে আদালতে মামলা করেন। দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় দোকান ঘর চুক্তিনামায় স্বাক্ষর জালের অভিযোগে এ মামলা করা হয়। আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
তদন্ত শেষে পিবিআই আদালতে রিপোর্ট দাখিল করলে আব্দুল ওহাবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে পুলিশ শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
টিবি