সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাতক্ষীরায় সাজাপ্রাপ্ত ও মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০৯:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত ও পলাতক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কম্পানি কমান্ডার।

গ্রেফতারকৃরা হলো- আসামি জিয়াউর রহমান জিয়া(৩০) সদর উপজেলার চৌবাড়িয়া গাইনপাড়ার আরশাদ গাইন এর ছেলে।


বিজ্ঞাপন


র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক গোপন সংবাদ পেয়ে আজ দুপুরে দেবহাটা থানার বহেরা বাজার এলাকায় আসামি জিয়াউর রহমান জিয়া কে গ্রেফতার করে। আসামি জিয়া মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ও  ২০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত। 

তিনি জনান, আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর