সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ১০:৫১ এএম

শেয়ার করুন:

২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার উচিতপুর মোড়ে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।

নিহত হেলপারের নাম মো. রাসেল (১৮)। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার মহদেবপুর গ্রামের মৃত কামরুর হাসানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বজলুর রশিদ জানান, আজ ভোরে দিনাজপুর থেকে ছেড়ে আসা ধানবোঝাই এক ট্রাকের সঙ্গে ফুলবাড়ি মহাসড়কে উচিতপুর বাজারের মোড়ে ফুলবাড়ি থেকে আসা এক কয়লাবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ধানবোঝাই ট্রাকের হেলপার রাসেল নিহত হন। এ সময় দুই ট্রাকের চালক ও একজন হেলপারকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে রাস্তা ঠিকমত দেখতে না পাওয়ায় ও চালকের ঘুম ঘুম ভাব থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর