কুমিল্লার তিতাসে পূর্ব শত্রুতার জেরে মামুন মিয়া নামের এক যুবকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দুঃখিয়ারকান্দি ও বাঘাইরামপুর গ্রামের মাঝেখানের ফাঁকা রাস্তায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত মামুন মিয়া বন্দরামপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি কড়িকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মাজারুল ইসলামের ভাই। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য মাজারুল ইসলাম বলেন, আমার ভাইকে (মামুন) ফোন করে দুঃখিয়ারকান্দির পর বাঘাইরামপুরের আগে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর তিনটি মোটরসাইকেলে আসা ব্যক্তিরা হামলা চালায়। তখন তার দুই পায়ের রগ কেটে দেয়, দুই পায়ের রানে ছুরি দিয়ে কোপায় এবং বুকের মধ্যে গুলি করে।
তার দাবি, জিয়ারকান্দি গ্রামের কয়েকজনের সঙ্গে মামুনের শত্রুতা রয়েছে। এর জেরেই এই হামলা হয়ে থাকতে পারে।
বিজ্ঞাপন
ওসি সুধীন চন্দ্র দাস জানান, মামুনকে হাসপাতালে ভর্তি করার পর পুলিশকে জানানো হয়। পুলিশ হাসপাতালে গেছে এবং মামুনকে বহনকারী অ্যাম্বুলেন্সটি টাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর মোড় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে তদন্ত চলছে। অপরাধীদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
টিবি