নাটকীয় এক অলিখিত স্ক্রিপ্টে টান টান উত্তেজনায় আর্জেন্টিনার ২০ বছরের চেষ্টার অবসান ঘটিয়ে কাতার বিশ্বকাপে শিরোপা উচু করে ধরেছেন মেসি। তবে বিশ্বকাপের আলোর ঝলকানি আর আনুষ্ঠানিকতা শেষ হলেও বাংলাদেশে শেষ হয়নি আর্জেন্টিনা ভক্তদের আনন্দ আর উল্লাস। সেই উল্লাসে আলবিসেলেস্তেদের জয়ে আনন্দ র্যালি করেছে নীলফামারীর আর্জেন্টিনার সমর্থকরা।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আয়োজনে এ আনন্দ র্যালিতে জেলা শহরসহ আশপাশের এলাকা থেকে যোগ দেয় শতাধিক সমর্থক। জেলা শহরের বড় মাঠ থেকে বের হয়ে ডালপট্টি ঘুরে চৌরাঙ্গী মোড় দিয়ে পুনরায় বড়মাঠে গিয়ে শেষ হয় এ র্যালি।
বিজ্ঞাপন
র্যালিতে কাতার বিশ্বকাপের থিম সংগীতের উল্লাসের তালে তালে নেচেছেন সমর্থকরা। উড়িয়েছেন আর্জেন্টিনার পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকা। আর্জেন্টিনার জার্সিতে রঙিন হয়ে উঠেছিল পুরো জেলা শহর।

কচুকাটা থেকে এক হাতে আর্জেন্টিনার পতাকা আরেকহাতে বাংলাদেশের পতাকা নিয়ে আনন্দ র্যালিতে এসেছেন অর্নব। তিনি বলেন, বিজয় উল্লাসে আজ যেমন খুশি তেমনি উচ্ছ্বসিত। এলাকায় ব্রাজিলের সমর্থক বেশি তাই প্রিয় দলের হয়ে তেমন কোনো র্যালি বা আনন্দ করার সুযোগ না পাওয়ায় এই র্যালিতে এসেছি।
আরেক সমর্থক মাসুদ পারভেজ বলেন, নাটকীয় এক খেলা হয়েছে কাল। তবে এবার আর্জেন্টিনাই পাবে বিশ্বকাপ এই বিশ্বাস ছিল শেষ পর্যন্ত। আর সেটাই হয়েছে।
বিজ্ঞাপন

আর্জেন্টিনা ফ্যান ক্লাব নীলফামারীর অ্যাডমিন নাজমুস সাকিব জুন বলেন, লিওনেল মেসি হচ্ছেন মাঠের সবচেয়ে ঠান্ডা মাথার মানুষ। বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে মেসি গ্রুপ পর্বে, দ্বিতীয় রাউন্ডে, কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে এবং ফাইনালে গোল করার রেকর্ড গড়েছেন। মেসির সাথে জুটি গড়েছে ম্যাক অ্যালিস্টেয়ার ও দি মারিয়া।
প্রতিনিধি/এসএস

