রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

loading/img

নীলফামারী

নীলফামারী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলা। এটি রংপুর বিভাগের একটি অন্যতম সীমান্তঘেঁষা জেলা। এই জেলার উত্তর সীমান্তে ভারতের জলপাইগুড়ি জেলা এবং অন্য দিকে লালমনিরহাট, রংপুর , দিনাজপুর ও পঞ্চগড় জেলা অবস্থিত। দুই শতাধিক বছর পূর্বে এ অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা। সেই সূত্রেই এর নামকরণ করা হয়েছে নীলফামারী। রাজধানী ঢাকা থেকে উত্তর-পশ্চিম দিকে প্রায় ৪০০ কিঃমিঃ দুরে ১৫৮০.৮৫ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এ জেলার অবস্থান। নীলফামারী একটি কৃষি প্রধান জেলা। এ জেলার ৬৮.৫% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এখানকার প্রধান শিল্প বয়ন, চাল, বাশবেত প্রভৃতি। দারোয়ানী বস্ত্র কল এ জেলার সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান।

শেয়ার করুন: