কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের খিলার তুঘরিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার।
নিহতরা হলেন- শহিদুল্লাহ (৪৫), তার বাবার নাম আইয়ুব আইয়ুল্লাহ, হাফিজুর রহমান (২২)। এক নারীসহ দুই নিহতের নাম পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ওসি বলেন, নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন তুঘরিলা ক্রসিংয়ে পৌঁছালে সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশা ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেন ধাক্কা দেয়। এতে চারজন মারা যান।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
টিবি