সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বান্দরবানের আলীকদমে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১১:০৫ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তবে ঘটনায় জড়িত মাদক কারবারি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল বুধবার (২৩ নভেম্বর) রাত ৯টায় বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিলেটি পাড়ায় সেনাবাহিনীর আলীকদম জোনের দিক নিদের্শনায় (৩১ বীর) একটি টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাগুলো জব্দ করে।


বিজ্ঞাপন


জানা যায়, বুধবার রাত ৯টায় সিলেটি পাড়ার মৃত আলী মিয়ার ছেলে মো. হাসান (২৭) ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদে আলীকদম সেনা জোনের সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় মো. হাসান সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি বুঝতে পেয়ে ইয়াবা ভর্তি একটি বাজারের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বাজারের ব্যাগটি খুলে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করে আলীকদম জোন সদরে নিয়ে আসে।
পরে রাতে উদ্ধার করা ইয়াবা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বান্দরবানের আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাফফর হোসেন জানান,এই বিষয়ে আলীকদম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত আসামিকে আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর