শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফরিদপুরে মোটরসাইকেল-নছিমন সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে মোটরসাইকেল-নছিমন সংঘর্ষে যুবক নিহত
ছবি : ঢাকা মেইল

ফরিদপুরের সালথা উপজেলায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে জিহাদ মোল্যা (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।  আহতদেরকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের ফরিদপুর-সালথা সড়কের কসবাগট্টি চেয়ারম্যান বাড়ির রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত জিহাদ ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের কাইয়ুম মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে প্রধান সড়ক দিয়ে পূর্বদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে চেয়ারম্যান বাড়ির রাস্তা থেকে আসা নছিমনের মুখোমুখি সংঘর্ষ বেঁধে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা জিহাদ মোল্যা, সোহেল শেখ (১৬) ও বন্যা আক্তার (১৪) আহত হয়।

আহতদের উদ্ধার করে  ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে জিহাদ মোল্যা মারা যায়। বাকি দুজনের অবস্থা আশংকাজনক। এদিকে লোকজন আসার আগেই চালক নছিমন নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, এ দুর্ঘটনায় জিহাদ নামে একজন নিহত হয়েছেন। দুইজন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর