বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ঢাকা

ঢাকা মেইলে সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেল সেই কুলসুম

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০২২, ১১:২৯ এএম

শেয়ার করুন:

ঢাকা মেইলে সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেল সেই কুলসুম

নতুন প্রজন্মের অনলাইন ‘ঢাকা মেইল ডটকম’-এ সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেল শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লার প্রতিবন্ধী কুলসুম।

মঙ্গলবার দিবাগত (৮ মার্চ) রাতে গাজীপুরের এক ব্যক্তি (নাম এবং টাকার পরিমাণ প্রকাশে অনিচ্ছুক) বিকাশে এই অর্থ সহায়তা পাঠান। পরে রাতেই মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির শেরপুর জেলা সভাপতি আলমগীর আল আমিন ও জিয়াউর রহমান কুলসুমের বাড়ি গিয়ে তার মায়ের হাতে তা তুলে দেন। 


বিজ্ঞাপন


এর আগে গত ৪ মার্চ শিশু কুলসুমের জন্য একটি হুইল চেয়ারের আকুতি মায়েরশিরোনামে ঢাকা মেইলে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পরই একাধিক ব্যক্তি কুলসুমকে হুইল চেয়ার দেওয়ার আগ্রহের কথা জানিয়ে যোগাযোগ করেন। এ সপ্তাহেই চেয়ারটি পৌঁছিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি পেয়েছে পরিবারটি।

অর্থ সহায়তা দেওয়া ব্যক্তি বলেন, ঢাকা মেইলের সংবাদটা পড়ে খুব খারাপ লেগেছে আমার। আমার সামর্থ্য অনুযায়ী প্রতিবন্ধী বাচ্চাটাকে দেওয়ার চেষ্টা করেছি মাত্র এবং ভবিষ্যতে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি মনে করি, অল্প কিছু মানুষ যদি এমন কুলসুমদের একটু সহযোগিতা করে, তাহলে হয়তো তাদের আর কষ্টে থাকতে হবে না। 

এ নিয়ে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির শেরপুর জেলা সভাপতি আলমগীর আল আমিন ঢাকা মেইলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নতুন প্রজন্মের অনলাইন স্লোগান ধারণ করা পত্রিকাটি যেন বরাবরই এমন মানবিক আবেদনগুলো সামনে তুলে আনে, সেই প্রত্যাশাই করবো।’ 

এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর