রোববার, ১৯ মে, ২০২৪, ঢাকা

শিশু কুলসুমের জন্য একটি হুইল চেয়ারের আকুতি মায়ের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ মার্চ ২০২২, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

শিশু কুলসুমের জন্য একটি হুইল চেয়ারের আকুতি মায়ের
ছবি : ঢাকা মেইল

১১ বছর বয়সী কুলসুম। যে বয়সে হেসে খেলে সহপাঠীদের সঙ্গে স্কুলে যাওয়ার কথা সেই বয়সেই পড়ে থাকতে হয় ঘর কিংবা উঠানের এক কোণায়। অন্যের সাহায্য লাগে উঠতে বসতে। উঠানের কোণায় বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সুবিশাল ওই আকাশটার দিকে। কী আর করার। খেলার স্বাদ থাকলেও যে সাধ্য নেই তার।

শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লার সাফিয়া খাতুনের মেয়ে কুলসুম। তিন সন্তানের মধ্যে সবার ছোট সে। জন্মের পর বাবাকে হারিয়েছিল প্রতিবন্ধী কুলসুম। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন সাফিয়া। সম্প্রতি প্রতিবন্ধী কুলসুমকে রেখে কাজ করা সম্ভব হয় না তার। ফলে সংসার চালানোটাই যার জন্য কষ্টের তিনি কি করে একটি হুইলচেয়ার কিনে দেবেন? বিষয়টি যেন শিশুর কাঁধে হাতির পা! 


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, সমবয়সী শিশুরা যখন স্কুলে ছুটে তখন বাড়ির কোণে শুয়ে থেকে দিন কাটে কুলসুমের। বাবা হারা কুলসুমকে মায়ের কোলে চড়ে চলাফেরা করতে হয় সবসময়। জন্মের পর থেকেই চলাফেরায় অক্ষম সে। জরাজীর্ণ একটি ঘরে মেয়েকে নিয়ে থাকেন মা সাফিয়া খাতুন। প্রতিবন্ধী মেয়েকে রেখে এখন আর অন্যের বাড়িতে কাজে যেতে পারেন না, তাই খেয়ে না খেয়ে দিন কাটে তাদের। বিভিন্নজনের কাছে মেয়ের জন্য একটি হুইলচেয়ার চেয়েছেন। কিন্তু সহযোগিতা মেলেনি, পেয়েছেন শুধুই আশ্বাস।

প্রতিবন্ধী মেয়ের জন্য একটি হুইলচেয়ারের আকুতি জানিয়ে মা সাফিয়া খাতুন ঢাকা মেইলকে বলেন, কাজ করতে পারছি না তাই খুব কষ্টে দিন যাচ্ছে আমাদের। একটি হুইলচেয়ার হলে মেয়েকে বসিয়ে রেখে কাজে যেতে পারতাম। ভোটের আগে অনেকেই চেয়ার দিতে চেয়েছিল। কিন্তু এখন আর কেউ খোঁজও নেয় না।

প্রতিবন্ধী শিশু কুলসুমকে একটি হুইলচেয়ার দিতে বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন মা সাফিয়া খাতুন। তাকে সাহায্য করতে যোগাযোগ করতে পারেন স্থানীয় আখের মামুদ বাজার দারুল উলুম হাফেজীয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ জিয়াউর রহমানের সঙ্গে। ফোন করুন এই নম্বরে- ০১৯১২-৫৪৪৫৯২।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর