মাগুরার মহম্মদপুর হাসপাতালে পেটে ব্যথা নিয়ে ভর্তি আছেন নেইমার। এমন একটি খবর সোশাল মিডিয়ায় ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নেইমারের নামাঙ্কিত ব্রাজিলের জার্সি পরা এক ব্যক্তি মহম্মদপুর হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হওয়ার পর স্থানীয় কয়েকজন স্কুলছাত্র তার ছবি নিয়ে ফেসবুকে প্রচার করে।
বিজ্ঞাপন
অসুস্থ ওই ব্যক্তির নাম ফিরোজ শিকদার ( ৪২)।
ফিরোজ শিকদার বলেন, ‘পেটে ব্যথা নিয়ে মহম্মদপুর হাসপাতালে ভর্তি হয়েছিলাম। বাড়ি থেকে আসার সময় ছেলের গেঞ্জি পরেছি। আমি সাধারণ খেটে খাওয়া মানুষ। এটা কোন দলের গেঞ্জি তাও জানি না। কিছু ছেলে আমার ছবি তুলে নিয়ে যাওয়ার পর থেকে অনেকেই আমাকে দেখতে আসছে।’
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাকছুদুল মোমিন জানান, তীব্র পেটে ব্যথা নিয়ে ফিরোজ বুধবার মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এখন তিনি সুস্থ্ বৃহস্পতিবারই তাকে ছেড়ে দেওয়া হবে।
প্রতিনিধি/এইচই