রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুমিল্লায় ধর্ষণের পর হত্যার ঘটনায় ২ জনের ফাঁসির আদেশ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

কুমিল্লার মনোহরগঞ্জের হাতিমারা গ্রামে দশ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামিকে ফাঁসি দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু দমন ট্রাইবুনাল-১ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।


বিজ্ঞাপন


নারী ও শিশু দমন ট্রাইবুনাল-১ এর স্পেশাল পিপি অ্যাড. প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা এলাকার মৃত লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া এবং একই এলাকার মৃত মোস্তফা ভূইয়ার ছেলে আমির হামজা।

পিপি অ্যাড. প্রদীপ কুমার দত্ত জানান, ২০১৮ সালের ৫ মার্চ কুমিল্লার মনোহরগঞ্জে বড় বোনকে ধর্ষণের জন্য যায় বাচ্চু মিয়া এবং আমির হামজা। কিন্তু বড় বোনকে না পেয়ে তারা ১০ বছরের ছোট বোনকে ধর্ষণ করে। এ সময় সে বাবাকে বলে দেবে বললে, তাদের ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আদালতে তোলা হলে বিচারকের কাছে ঘটনার দায় স্বীকার করে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এ ঘটনায় মঙ্গলবার তাদের ফাঁসির আদেশ দেন আদালত।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর