রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

শরীয়তপুরে তেলের মূল্যে কারসাজি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ মার্চ ২০২২, ১০:১২ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে অতিরিক্ত দামে তেল বিক্রয় এবং কম দামে কেনা বোতলজাত সয়াবিন তেল খোলা হিসেবে অধিক মূল্যে বিক্রি করায়, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজার ও বালার বাজারের ৪ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। 

সোমবার (৭ মার্চ) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয় কর্তৃক এই অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


অভিযানে সখিপুর বাজারের মেসার্স মিম জেনারেল স্টোরকে এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) অপেক্ষা অধিক মূল্যে ভোজ্যতেল বিক্রয় এবং অসাধু উদ্দেশ্যে মজুদকৃত বোতলজাত তেল খোলা হিসেবে বিক্রি করায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারা মোতাবেক মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে উক্ত উপজেলার বালার বাজারের মেসার্স বাদল স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স বণিক স্টোরকে ৩ হাজার টাকা এবং মেসার্স দিলীপ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি বালার বাজারের উক্ত তিনটি প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য)  মুছে ফেলা মোট ৫৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক সুজন কাজী। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা মো. ইউসুফ হোসেন, জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি মো. বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর