রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মায়ের কাছে নাশতা চাওয়ার পর শয়নকক্ষে মিললো তরুণীর মরদেহ 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

দিনাজপুরের ফুলবাড়ীতে রোকাইয়া সুলতানা (২৫) নামে স্নাতকোত্তর (মাস্টার্স) পড়ুয়া এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর (পুরাতন বন্দর) এলাকায় নিজের বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোকাইয়া সুলতানা ওই এলাকার মো. আব্দুল ওয়াহেদ মন্ডলের বড় মেয়ে। তিনি স্থানীয় একটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্রী।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার সময় রোকাইয়া সুলতানা তার মা ফৌজিয়া বেগমের কাছে নাশতা চেয়ে নিজ শয়নকক্ষে চলে যান। এর কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে শয়নকক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, তিনি মানসিক রোগে ভুগছিলেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হবে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর