শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ফের চালু হলো নবীনগরের গণগ্রন্থাগার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

ফের চালু হলো নবীনগরের গণগ্রন্থাগার

দীর্ঘ প্রায় ৩ বছর বন্ধ থাকার পর চালু হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একমাত্র গণগ্রন্থাগারটি। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. একরামুল সিদ্দিক উপজেলা পরিষদের পাশে এই গণগ্রন্থাগারটির উদ্বোধন করেন।


বিজ্ঞাপন


করোনার প্রভাবের পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও আসবাবপত্রের সংকটের কারণে শিক্ষা, সংস্কৃতির পাদপীঠ নবীনগরের গণগ্রন্থাগারটি দীর্ঘদিন বন্ধ ছিল। 

>> আরও পড়ুন: মাকে বাঁচাতে নিজের কলিজার এক টুকরা কেটে দিচ্ছেন কুমিল্লার মাসুদ 

আজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মনির উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

ইউএনও মো. একরাম উল্লাহ সিদ্দিক বলেন, উপজেলা প্রশাসনের অর্থায়নে পাঠাগারের জন্য লাইব্রেরীয়ানসহ যাবতীয় উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রতিদিন সরকারী নিয়ম অনুযায়ী বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঠাগারটি খোলা থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর