শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজার সিএনজিসহ সাগর আটক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজার সিএনজিসহ সাগর আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট সড়কের সুলতানপুর বিএম অটো গ্যাস ফিলিং ষ্টেশনের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 


বিজ্ঞাপন


আটক মো. সাগর মিয়া (২৭) জেলার কসবা উপজেলার কালামুড়িয়া গ্রামের রানু মিয়ার ছেলে।

>> আরও পড়ুন: ‘মেয়ের বাপ শুনেছিল ছেলের ৩ তলা বাড়ি আছে,’ আসল ঘটনা জানুন

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দুইটার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট সড়কের সুলতানপুর বিএম অটো গ্যাস ফিলিং ষ্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে সিএনজিসহ সাগর মিয়াকে আটক করা হয়। পরে ওই সিএনজি তল্লাসী করে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর