শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘বঙ্গবন্ধুর কন্যাই আমাদের আত্মার আত্মীয়’

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

‘বঙ্গবন্ধুর কন্যাই আমাদের আত্মার আত্মীয়’
ছবি : ঢাকা মেইল

'আমরা গরীব মানুষ। বঙ্গবন্ধুর কন্যাই আমাদের সুখ-দুঃখের কথা শুনবেন। তিনিই তো আমাদের আত্নার আত্মীয়।' 

—এমন কথা বলেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে মুক্তা তাঁতির। 


বিজ্ঞাপন


তিনি এসেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানের মাঠে। যেখান থেকে চা শ্রমিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবেন একটু পরই। 

আজ মুক্তা তাঁতির মতো হাজারও চা শ্রমিকদের পরম চাওয়া পূর্ণ হতে যাচ্ছে।

মুক্তা তাঁতি বলেন, ‘বঙ্গবন্ধু তো সব চা শ্রমিকের জন্য অনেক কিছু করেছেন। এইবার তার মেয়ে, দেশের প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বলবেন। এটা সব চা শ্রমিকের জন্য আনন্দের।’

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজারসহ দেশের চারটি জেলার চা শ্রমিকদের কথা শুনবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিজ্ঞাপন


>> আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার অপেক্ষায় চা শ্রমিকরা

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মুখ থেকে শুনবেন সুখ দুঃখের কথা। এতে আনন্দে উদ্বেলিত চা শ্রমিকেরা। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় তারা।

এদিকে, দুপুর থেকেই হাজারও চা শ্রমিক পাত্রখলা চা বাগানের মাঠে জড়ো হয়েছেন বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

এই আয়োজন সফল করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে।

এছাড়া জেলার চা শ্রমিকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

প্রতিনিধি/এইচই

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর