শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

বরিশালে লঞ্চের সঙ্গে ধাক্কায় বাল্কহেডডুবি, নিখোঁজ ২

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২২, ০৭:১৬ এএম

শেয়ার করুন:

বরিশালে লঞ্চের সঙ্গে ধাক্কায় বাল্কহেডডুবি, নিখোঁজ ২

ব‌রিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ মর্নিং সান ৯ ও বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাল্কহেডটি ডুবে গেছে ও লঞ্চের তলা ফেটে গেলে লঞ্চটি সন্ধ্যা নদীর চৌধুরীর হাট এলাকায় নোঙর করা হয়েছে। এ ঘটনায় বাল্কহেডে থাকা দুইজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে জেলার উ‌জিরপুর উপজেলার সন্ধ্যা নদীর মীরের হা‌ট নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলী আর্শাদ।

>> আরও পড়ুন: কক্সবাজারে পুলিশের সহায়তায় ‘টর্চার সেল’ থেকে মুক্তি পেলেন ৪ জন


বিজ্ঞাপন


তিনি জানান, পিরোজপুরের ভান্ডা‌রিয়া থেকে ঢাকাগামী ‘এম‌ভি ম‌র্নিং সান ৯’ লঞ্চের সঙ্গে ইফ‌তি+রিজ‌ভী নামক একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ ঘটে, এ ঘটনায় বাল্কহেড‌টি নদীতে নিমজ্জিত হয়।

‘ম‌র্নিং সান ৯ ল‌ঞ্চ’-এর যাত্রী জিয়া বলেন, লঞ্চ‌টি ঢাকার দিকে যা‌চ্ছিল। এর মধ্যে দেখতে পাই আড়াআড়িভাবে আসা বালুবা‌হী একটা বাল্কহেড থেকে সেটার মাস্টার লাইট জ্বালিয়ে সিগন্যাল দি‌চ্ছিলেন। তবে দুইটা নৌযানই দ্রুত গতিতে থাকায় বাল্কহেড‌টি লঞ্চের মাঝখানে ধাক্কা দেয়। এতে বাল্কহেড‌টি ডুবে যায়।

>> আরও পড়ুন: রাতের আঁধারে গৃহবধূকে ‘ধর্ষণ’ করতে গিয়ে সাবেক মেম্বারের অঙ্গহানি

উজিরপুরের বড়াকোঠা ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শ‌হিদুল ইসলাম বলেন, যাত্রীরা নিরাপদে রয়েছে এবং অধিকাংশ যাত্রী চলে গেছে। এছাড়া লঞ্চের তলা ফেটে পা‌নি উঠে যাওয়ায় বর্তমানে পা‌নি অপসারণ করা হচ্ছে। আর পরবর্তীতে যাতে লঞ্চের ভেতরে পা‌নি না উঠতে পারে‌ সে ব্যবস্থা করা হচ্ছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আর্শাদ বলেন, প্রাথ‌মিকভাবে দুর্ঘটনায় বালুবা‌হি বাল্কহেড‌টির দুইজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। নিখোঁজ দুই জন ও নিমজ্জিত বাল্কহেডটি উদ্ধারে অভিযান চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর