ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে চাচার বাড়িতে অনশনে বসেছে এক তরুণী। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
জেলার সদর উপজেলার রুহিয়া থানাধীন কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামে হাসান (২৪) নামের এক যুবকের বাড়িতে এমন ঘটনা ঘটেছে। অনশনরত ওই তরুণী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। হাসান ওই তরুণীর চাচা হলেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
তরুণী জানান, তিন বছর ধরে তাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে কয়েকবার শারীরিক সম্পর্কও হয়েছে। তবে হাসান তাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। তাই বিয়ের দাবিতে রোববার (৭ আগস্ট) ভোর রাতে ওই বাড়িতে অবস্থান নেন।
তিনি বলেন, ‘হাসান আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করব।’
>> আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মিলল ‘পঞ্চম শ্রেণি পাস ডাক্তারের’ দেখা
তরুণীর পিতা আব্দুর রহমান জানান, ‘তাদের সম্পর্ক মেনে নেওয়ার মতো নয়। আমি আমার মেয়েকে আনতে গিয়েছিলাম, সে আমার সঙ্গে আসেনি। আমার মেয়ে বলে আমি ও আমার স্ত্রী নাকি ওর বাবা মা নই। আমি একা এর কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। সকলে বসে সিদ্ধান্ত গ্রহণ করব।’
‘আমার মেয়ে কেবল নবম শ্রেণিতে পড়াশোনা করতেছে। বিয়ের বয়স হয়নি এখনও। ওই ছেলে (হাসান) সম্পর্কে আমার চাচতো ভাই। সেই হিসেবে আমার মেয়ের চাচা। তাই এটা কেমন করে সম্ভব! তার পরেও আমরা বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিব।’
বিজ্ঞাপন
এ বিষয়ে প্রেমিক হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন ঢাকা মেইলকে বলেন, ‘ঘটনাটি শুধু শুনেছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারবো।’
প্রতিনিধি/এএ