শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

দেবরের ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া নারী চিকিৎসক, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

loading/img

সিলগালা করা ডায়াগনস্টিক সেন্টারের কক্ষে রোগী দেখছিলেন ভুয়া চিকিৎসক। এ ঘটনায় এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৈধ কাগজ না থাকার কারণে দেড় মাস আগে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়। 

জানা গেছে, রোগীর সঙ্গে প্রতারণা করা ওই ভুয়া চিকিৎসকের নাম মুনতাকা দিলশান ঝুমা। ডায়াগনস্টিক সেন্টারটি তার দেবরের। 

>> আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে দাফনকালে হৃদরোগে মারা গেলেন স্বামী


বিজ্ঞাপন


মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া বাজারে এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুননবী বলেন, উলানিয়া বাজারের সান্তনা ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল অফিসার পরিচয়ে মুনতাকা দিলশান ঝুমা নামে একজন ওই ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে বসে রোগী দেখছিলেন। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ডাক্তারের কোনো সনদপত্র দেখাতে পারেননি। এ জন্য তাকে এক লাখ টাকা জরিমানা করে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

>> আরও পড়ুন:  সকালে স্বামী-স্ত্রী মিলে নাস্তাও করলেন, একটু পরই এমন ঘটনা!

তিনি আরও জানান, সান্তনা ডায়াগনস্টিক সেন্টারটি দেড় মাস আগে বৈধ কাগজ না থাকার কারণে সিলগালা করা হয়। এই ডায়াগনস্টিক সেন্টারের মালিক মারুফ হোসেনের ভাইয়ের স্ত্রী দিলশান ঝুমা।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর