মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্ত্রীর দাফন প্রস্ততিকালে হৃদরোগে মারা গেলেন স্বামী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

স্ত্রীর দাফন প্রস্ততিকালে হৃদরোগে মারা গেলেন স্বামী

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টার মাথায় স্বামীর মৃত্যুর ঘটনা ঘটেছে। 
 
জানা গেছে, মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান স্ত্রী নাফিজা (৪৫)। এর এক ঘণ্টা পর মারা যান স্বামী শাহাবুদ্দিন (৫৫)। 

শাহাবুদ্দিন জেলা শহরের দাতিয়ারা এলাকার সোলায়মান হোসেনের ছেলে। একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।


বিজ্ঞাপন


শাহাবুদ্দিনের ছোট ভাই শাহাদাৎ হোসেন জানান, তার ভাবী কিডনি রোগে আক্রান্ত ছিলেন। আর তার ভাই আক্রান্ত ছিলেন হৃদরোগে। দুপুরের পর তার ভাবী অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর বিকেল ৪টার দিকে তিনি মারা যান। নাফিজার মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন শাহাবুদ্দিন। পরে তাকে বিকেল ৫টার দিকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর