সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর খুন, প্রতিপক্ষের বাড়িতে হামলা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ১২:০৭ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

মাগুরায় ফুটবল খেলার বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় হাসিব (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকেলে মহম্মদপুর উপজেলার চরঝামা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে হাসিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ইউসুফ আলি সমর্থিতদের বেশ কিছু বাড়িঘরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


বিজ্ঞাপন


হাসিব ওই গ্রামের আবদুল শাইখ মুন্সির ছেলে।

এলাকাবাসী জানায়, শনিবার বিকালে চরঝামা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে মাঠেই সুমন (১৫) ও রাকিব (১৫) নামে দুই খেলোয়াাড়ের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার পর সুমন দৌঁড়ে বাড়িতে গিয়ে বিষয়টি জানালে সুমনের বাবা ইউসুফ আলি সড়কি নিয়ে মাঠে উপস্থিত হয়। সেখানে রাকিবের চাচাতো ভাই হাসিবকে পেয়ে সড়কি দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। এ ঘটনার পর তাকে পাশ্ববর্তী ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর